লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর ২ এর উপনির্বাচন আ’লীগের মনোনয়ন নিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লক্ষ্মীপুর তথা রায়পুর অঞ্চলের অন্যতম মহানয়ক বীর মুক্তিযোদ্ধা – নিজাম উদ্দিন পাঠান ।

লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন বীর মুক্তিযোদ্ধা নিজাম পাঠান (কমান্ডার) মঙ্গলবার (৯মার্চ) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র নেন।
নিজাম পাঠান একজন বীর মুক্তিযোদ্ধা। এছাড়াও তিনি রায়পুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক ও ৩ বারের নির্বাচিত রায়পুর থানা কমান্ডার দায়িত্ব পালন করে আসছেন।
জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা নিজাম পাঠান বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের উন্নয়নে চিত্র তুলে ধরছি। দলীয় প্রতিটি অনুুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নেতাকর্মীদেরকে একাত্বতা রাখার প্রচেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতারা লক্ষ্মীপুর-২ আসনে নৌকা প্রতিক দিয়ে আমার পরিশ্রমকে মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি।
উল্লেখ্য যে , গত ২২ ফেব্রুয়ারি কুয়েতে সাজা প্রাপ্ত লক্ষ্মীপুর ২ এর সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের সাংসদ পদ বাতিল করে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
পাপুলের সাংসদ পদ বাতিল হাওয়া এই আসনে আগামী ১১ এপ্রিল ইভিএম পদ্ধতিতে জাতীয় সংসদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।