লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামী ১১ এপ্রিল ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর ২ সংসদীয় আসনের উপনির্বাচন। এ উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে সাংসদ পদে লড়তে চান নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক- বোরহান উদ্দিন মোহাম্মদ মিঠু।
গত‌ ২২ ফ্রেব্রুয়ারি রোজ সোমবার লক্ষ্মীপুর ২ আসন’টি শুন্য ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয় কুয়েতে সাজা প্রাপ্ত লক্ষ্মীপুর ২ সংসদীয় আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল এর সাংসদ পদ।
আসনটি শূন্য ঘোষণার পরপরই এই আসন থেকে উপনির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় পার্টির নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক – বোরহান উদ্দিন মোহাম্মদ মিঠু।মিঠু লক্ষ্মীপুর ২ সংসদীয় আসন রায়পুর উপজেলাধীন ৩নং চরমোহনা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ পাঁচু মিয়াজী বাড়ির ইন্জিনিয়ার মরহুম ফিরোজ আহমেদ এর পুত্র। বোরহান উদ্দিন আহমেদ মিঠু একাধারে একজন ত্যাগী রাজনীতিবিদ ও সমাজ সেবক।
গত ৩ মার্চ ঘোষণা করা হয় লক্ষ্মীপুর ২ (রায়পুর-সদর আংশিক) সংসদীয় আসনের নির্বাচনী তফসিল। ঠিক তার ৫ দিন পর জাপা থেকে মনোনয়ন পত্র ক্রয় করেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ মিঠু।
এই আসন থেকে উপনির্বাচনে প্রার্থীতার ব্যাপারে তিনি দলের হাইকমান্ড এর সাথে আলোচনা করেছেন। তাছাড়া উপনির্বাচনে প্রার্থীতার বিষয়ে জি,এম কাদের মিঠুকে আশ্বস্ত করে বলেন -তৃনমুলের দক্ষ সংগঠক হিসেবে আপনাকে দল সময় উপযোগী মূল্যায়ন করবে।
উল্লেখ্য যে, বোরহান উদ্দিন মোহাম্মদ মিঠু ১৯৮৩ সালে নতুন বাংলা ছাত্র সমাজের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন।