পঞ্চগড় প্রতিনিধি: চা বিক্রয় লাইসেন্স পাঁচ ধরনের হয়। ১। খুচরা পাইকারি লাইসেন্স, ২। ব্রিডার লাইসেন্স, ৩। বেøন্ডিং লাইসেন্স ০৪। ট্রেড লাইসেন্স ৫। বি.এস.টি লাইসেন্স কি? পঞ্চগড়ে যারা চা বিক্রয় করে তাদের অনেকেরেই এই পাঁচ প্রকার লাইসেন্স নেই। পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর, নীলফামারী, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা চা বোর্ড আঞ্চলিক কার্যালয়,পঞ্চগড় প্রকৌশলী প্রকল্প পরিচালক ডা. শামিম আল মামুন বলেন, যাদের এই পাঁট প্রকার লাইসেন্স আছে তারা শুধু চট্টগ্রাম থেকে চা ক্রয় করে বিক্রয় করতে পারবে এবং যাদের লাইসেন্স নেই তারা কোন প্রকার প্যাকেট চা বিক্রয় করতে পারবে না এটি দন্ডনিয় অপরাধ। যদি কেউ চট্টগ্রাম ছাড়াও পঞ্চগড়েও চা ক্রয় করে তাহলে ভ্যাট ফাকি দেওয়ার জন্য দন্ডনিয় কাজ করেন। এসব চা বিক্রেতা যদি কেউ ধরিয়ে দিতে পারেন তাহলে আইনগত ব্যবস্থা  নেওয়া হবে এবং আমাদের চা বোর্ডের জানানোর জন্য অবগত করা হইল।

ডা. শামিম আল মামুন।