লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা স্কুল এন্ড কলেজ মাঠে আজ সকাল ১০ ঘটিকায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে   প্রায় ৪ শতাধিক কম্বল উদ্দীপ্ত তরুণ সংঘ ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে  বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি মো আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাসেল,উদ্দীপ্ত তরুণ সংঘের উপদেষ্টা মোঃআবু তাহের হোসেন,আ স ম রওশন নবী মোহন,অধ্যক্ষ সারওয়ার আলম,  মামুনুর রশীদ মামুন সহ  উদ্দীপ্ত তরুণ সংঘ এর সকল সদস্যগন এবং  মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক, জয়িতা নাসরিন নাজ,রংপুর বিভাগীয় কমিটির সহসভাপতি কবি ছড়াকার নাজিরা পারভীন, সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,রংপুর জেলা কমিটির সভাপতি বিশিষ্ট ছড়াকার প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী,রংপুর জেলা কমিটির সদস্য কবি সাহিনা সুলতানা,কবি হেকিম আতাউর রহমান লিটন প্রমুখ।
এসময় মানবতার কল্যাণ ফাউন্ডেশন, রংপুর জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর সঞ্চালনায় পরিবেশিত আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ মানবতার কল্যাণ ফাউন্ডেশন ও উদ্দীপ্ত তরুণ সংঘের এ মানবিক কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। আগামীতে তাদের এ কার্যক্রম মানব কল্যাণে আরও বিস্তৃতি লাভ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ কার্যক্রম সফল করতে যাঁরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।