লালমনিরহাটে নৌকা নিয়ে বাংলাদেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি

নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটে নৌকা নিয়ে বাংলাদেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকার মাঝি মাহমুদ ওমর চিশতি (২৫) হলেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে কমলাবাড়ী ইউনিয়নের সবচেয়ে কম বয়সী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ ওমর চিশতি প্রায় ১৬০০ ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
সর্বকনিষ্ঠ এই চেয়ারম্যান  রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাসে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। তার বর্তমান বয়স ২৫ বছর ১ মাস। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ও  লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন।