লালমনিরহাট জেলার খুনিয়াগাছ, কুলাঘাট এবং মহিষখোচা আর ডি আর এস শাখায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্ত ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আর ডি আর এস এর কোঅরডিনেটর মোঃ আক্তারুজ্জামান ও গৌতম কুমার সরকার, আর এম আবু সায়েদ শেখ, এরিয়া ম্যানেজার আর এম রাশেদ, মহিষখোচা আর ডি আর এস শাখার ম্যানেজার মোছাঃ মারুফা বেগম এছাড়াও উপস্থিত ছিলেন আর ডি আর এস এর অন্যান্য কর্মী ও কর্মচারী বৃন্দ।
উত্তরের জেলা গুলোর মধ্যে লালমনিরহাটে প্রতি বারের ন্যায় এবার ও শীতের তীব্রতা যখন বেড়েই চলছে এবং সাধারণ মানুষ ঠান্ডায় জরথর জীবন যাপন করছে। ঠিক তখনি সাজেদা ফাউন্ডেশন ও আর ডি আর এস এগিয়ে আসছে সেই অসহায় শীতার্ত মানুষদের পাশে। অসহায় শীতার্ত মানুষেরা শীত বস্ত্র পেয়ে অনেক খুশি হয়েছে, তেমনি একজন ভুক্তভোগী জোবেদার সাথে কথা বলে জানা যায়,”আজ মুই অনেক আরামে নিন পারিম, শীতের ঠান্ডায় খুব কস্টে আছিনু, আল্লাহ এদের ভালো করবে “