লালমাহন ১২‘শ কষকর স্বপ ডুবছ পানির নিচ
লালমাহন (ভালা) প্রতিনিধি:
ভোলার লালমাহন ঘূর্ণিঝড় জাওয়াদর প্রভাব বষ্টির পানিত অÍত ১২ ‘শ কষকর স্বপ ডুবছ পানির নিচ। গত কয়কদিন প্রবল বাতাস ও টানা বর্ষণ হল পড়ছ আমনর ক্ষত, তলিয় গছ বারার বীজতলা, রবিশস্য এবং শীতকালীন সবজি। এসব ফসল পুরাপুরি বিনষ্টর আশঙ্কা করছন কষকরা।
উপজলা কষি অফিস সূত্র জানা যায়, উপজলার বিভিন এলাকায় দুইশত ২৭ হক্টর জমির বিভিন প্রকার ফসল নষ্ট হয়ছ। বষ্টির পানিত খঁসারি ডালর ১৮৮.৫ হক্টর, সরিষা ২২ হক্টর, সবজি ১০.৫ হক্টর ও আলু ৬.২ হক্টর জমির ফসলর ক্ষতি হয়ছ।
লালমাহন উপজলার পশ্চিম চরউমদ ইউনিয়নর কষক সুজন সরকার বলন, আমি ৬৪ শতাংশ জমিত সরিষা চাষ করছি। অসময়র বষ্টিত সব সরিষার চারা নষ্ট হয় গছ। ঋণ নিয় সরিষা চাষ শুরু করছি। এখন ঋণ কি কর শাধ করবা তা নিয় চরম দুশ্চিÍায় রয়ছি। অন্যদিক আরক কষক বণু সরকার বলন, ৭০ শতাংশ জমিত আলুর বীজ রাপণ করছি। বষ্টিত সব বীজ নষ্ট হয় গছ। এত কর আমার অনক লাসকান হয়ছ। আমরা সরকারি সহযাগিতা কামনা করছি।
উপজলা কষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন জানান, যসব কষকর ফসলর ক্ষতি হয়ছ তাদর নামর তালিকা কর বিনামূল্য সার ও বীজ প্রদান করা হছ। তব উপজলায় বশ কয়কটি কম্বাইন্ড হারভস্টর মশিন থাকায় ধান অনক আগই কট ফলা হয়ছ। যার জন্য ধানর তমন কানা ক্ষতি হয়নি।
