ভোলা প্রতিনিধিঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে লালমোহন উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে ভোলা ৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরন্নবী চৌধুরী শাওন  এমপি বলেন, শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তররুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ। পরে শিশুদের মাঝে চিত্র অংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল করা হয়।
তিনি আজ ভোলার লালমোহন উপজেলায় শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালী, দোয়া মোনাজাত, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের আহবায়ক জালাল উদ্দীন বেল্লালসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।