লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নদী ভাঙ্গন পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব কর্নেল অবঃ জাহিদ ফারুক এমপি,
পরিদর্শন শেষে স্থানীয় ফাতেমাবাদ স্লুইজ বাজারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব লে: কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামিম এমপি।
এসময় তিনি বলেন ভোলার মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা নজর রয়েছে,দ্রুত এই নদী ভাঙ্গন রোধে কাজ শুরু হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ( ভোলা-৩) আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, (ভোলা-২) আসুনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, লালমোহন উপজেলা চেয়ারম্যান
অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহাম্মেদ , লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,লালমোহন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেন্দ্রীয় সমিতির সিনিয়ার সহ সভাপতি চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের সদস্য আলহাজ্ব আবুল কাশেম মিয়া চেয়ারম্যান লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ। লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন নুরন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রামের স্থায়ী শাখার উপদেষ্টা, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন দ্বীপবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন জুলহাস ছাত্রলীগ সভাপতি আরিফ খান জয়সহ উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগসহ লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ যুবলীগ শেখ রাসেল স্মৃতি সংসদ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয়দের স্লোগানে শোনা যায়
“আর কোনো দাবী নাই টেকসই বেড়ী চাই,