গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের তিনটি নতুন ভবনের উন্নয়নমূলক কাজের ভিত্তিরপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়নমূলক কাজের ভিত্তির উদ্বোধন করেন।
এ সময় গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসাদ হোসেন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: খলিলুর রহমান, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন,  এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
ওই মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তর ১০তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, ছাত্রবাস এবং শিক্ষানবিশ ডাক্তার ডরমেটরী (পুরুষ) ও ছাত্রীনিবাস এবং শিক্ষানবিশ ডাক্তার ডরমেটরী (মহিলা) ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। এ তিনটি ভবনের মোট ব্যায় ধরা হয়েছে ১৮৭ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৯৫০টাকা। আগামি ২০২১ সালের ডিসেম্বর মধ্যে এসব ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে প্রতিমন্ত্রী ওই মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চিকিৎসা কার্যক্রম সহায়তায় একটি লিকুইট অক্সিজেন প্লান্ট উদ্বোধন করেন। যার ব্যায় ধরা হয়েছে ১৭লাখ ৫০হাজার টাকা।