নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন মহড়া উইনটেক্স-২০২১ শুরু হয়েছে।যা প্রতি
বছরই অনুষ্ঠিত হয়ে থাকে।এই মহড়ার মাধ্যমে মূলত বিমান বাহিনীর সব রকমের
সক্ষমতা ও অক্ষমতার দিকগুলো চিহ্নিত করা হয়ে থাকে।এবং সে অনুযায়ী
পদক্ষেপ গ্রহণ করা হয়।বাংলাদেশ বিমান বাহিনীর সব র্যাংকের সদস্যরাই এই
মহড়ায় অংশগ্রহণ করে থাকেন।মূলত, আকাশ থেকে ভূমিতে, আকাশ থেকে আকাশে,
নিক্ষেপণযোগ্য মিসাইল হামলার সক্ষমতার দিকগুলো এই মহড়ায় বিশ্লেষণ করে
দেখা হয়।ভবিষ্যতে বিমান বাহিনীকে শক্তিশালী এবং আরো সমৃদ্ধশালী করে গড়ে
তুলতে দক্ষ পাইলট তৈরি এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করার প্রত্যাশা
ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান।
