উখিয়া ( কক্সবাজার ) প্রতিনিধি: বৌদ্ধ ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পূর্ণিমা শুভেচ্ছা জানিয়েছেন মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা থের মহোদয়। কক্সবাজার জেলা উখিয়া উপজেলা কোটবাজার মধ্যরত্না গ্রামে অবস্থিত মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারে বৌদ্ধদের এই ধর্মীয় উৎসবটি পালন করা হয়েছে, মহামারী করোনা ভাইরাস এর কারণে সীমিত পরিসরে বৈশাখী পূর্ণিমার উৎসবটি পালন করেছেন দায়ক-দায়িকা বিন্দু। এই বৌদ্ধ বিহারে কাল রাত থেকে সাজ সাজ সাজিয়ে তুলেছে এই বৌদ্ধ বিহারটিকে সারারাত নানান রাইটিং এর সুন্দযের সাথে আনন্দে ভয়ে উঠে এই বিহারটি প্রাণ খুলে নিশ্বাস নেন সকল বৌদ্ধ জাতি, সারারাত বৌদ্ধ ভিক্ষু ও যুবকদের চেষ্টায় মেতে উঠেছিলেন, সুন্দরের সাথে এই অনুষ্ঠানটি সর্ম্পন্ন করেন। সেসাথে সফল ভাবে বিহারে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সর্ম্পন্ন করেন অতিদ্রুত, ভোর বেলার আগেই।

রাত শেষ এবার আসল অনুষ্ঠান এর পালা এক এক করে সাজিয়েছে ৮৪ টি বৌদ্ধ পুজা সেসাথে স্বাস্থ্যবিধি মেনে মানুষের ভয়ে উঠে বৌদ্ধ বিহার, বৌদ্ধ পুজা,ফুলের তালা সহ বৌদ্ধদের নিয়ম নীতি বরাবর এই পূর্ণিমার উৎসবটি পালন করেন বৌদ্ধ জাতিরা। সেসাথে মহামারী করোনা ভাইরাস দুর হওয়ার জন্য প্রার্থনা করা হয় ভগবানের কাছে, সকল দায়ক-দায়িকাদের নিকট বিতরণ করা হয় মাক্স। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই উৎসবটি সর্ম্পন্ন হয় মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারে।

এই সময় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা থের মহোদয় বলেন, সবাইকে শুভ বৈশাখী পূর্ণিমার শুভেচ্ছা বলে তিনি বলেন আমি প্রার্থনা করেছি ভগবানের কাছে যেন দেশের মহামারী করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পাই আরও বেশ কিছু বক্তব্য প্রদান করেন এই বৌদ্ধ ভিক্ষু।