বছর ঘুরে অাবারো এলো বাংলাদেশের অাপামর জনতার প্রাণের মাস, গর্বের মাস, বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের এই মাসেই শত্রুকে রুখে দিয়ে বীর মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছিল প্রাণের স্বাধীনতা। যার মাধ্যমে অামরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যার নাম বাংলাদেশ। এটি শুধু একটি বিজয়ের মাসই নয়, অামাদের জাতীয়ভাবে এবং স্বাবলম্বী হিসেবে পরিচিতি লাভের মাসও বটে।এই স্বাধীনতা অামাদের অর্জন করতে হয়েছে বুকের রক্ত দিয়ে।লক্ষ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে। তাই, অামাদের সকলের জাতীয় দায়িত্ব এই মাসের যথাযথ মূল্যায়ন এবং সেই সাথে এর থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলা। বিশেষ করে তরুণ প্রজম্মকে এর থেকে শিক্ষা নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, তারাই অাগামী দিনের রাষ্ট্রের পরিচালক। এই দেশের স্বাধীনতার জন্য যারা অবদান রেখেছেন,যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি, যারা নানা রকম ভাবে কষ্ট, যন্ত্রণা, ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি এদেশের মানুষের ভালোবাসা গগনচুম্বী।তাদের থেকে অনুপ্রাণিত হয়ে অামাদের চলতে হবে অাগামীর পথে।।