ভোলা প্রতিনিধিঃ আসন্ন বোরহানউদ্দিন পোরসভা নির্বাচনে পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশ্বজিৎ দে হারু হাওলাদার নির্বাচনী প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে তার ব্ল্যাক বোর্ড মার্কায় ভোট চাইছেন, ৬নং ওয়ার্ডের জনগণের বিভিন্ন দাবি দাবা পূরণের আশ্বাস দিচ্ছেন কাউন্সিলর প্রার্থী হারু হাওলাদার।
এসময় তিনি ৬নং ওয়ার্ড কে মাদক ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান। নির্বাচনী প্রচারনায় ভোটারদের কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছেন বলে জানান এই কাউন্সিলর প্রার্থী।
বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারনায় তিনি বলেন, আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন এবং ব্ল্যাকবোর্ড মার্কায় ভোট দিবেন,আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আগামীতে আরো ভালো উন্নয়ন করতে পারবো, তিনি আশা করেন সুষ্ঠ ভোট হলে জয় নিশ্চিত বলেও আশা প্রকাশ করে।
এবছর ব্ল্যাক বোর্ড মার্কায় নির্বাচন করছেন তিনি,
গত মেয়াদে তিনি একজন সফল কমিশনার হিসেবে নিজেকে দাবী করেন এই কাউন্সিলর প্রার্থী,
আগামী ৩০ জানুয়ারি ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।