নিজস্ব প্রতিবেদকঃ
চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে হারের রেশ এখনো কাটে নি ন্যু ক্যাম্পে। তার মধ্যেই ঐতিহাসিক এক সিদ্ধান্ত। বার্সেলোনার সাথে চুক্তি বাতিল করছেন লিওনেল মেসি। ফুটবল বিশ্ব দেখবে এক নতুন বার্সাকে, যারা মেসিবিহীন। অাবার, দেখা যাবে এক নতুন মেসিকে, যিনি বার্সা বিহীন।
মেসি তার নিজস্ব উকিলের মাধ্যমে বার্সা কতৃপক্ষের নিকট চুক্তি বাতিল সংক্রান্ত একটি ফ্যাক্স পাঠায়। মঙ্গলবার বার্সেলোনা কর্তৃপক্ষ সংবাদ সংস্থা এএফপির কাছে বিষয়টি স্বীকার করেন।
মেসিকে দলে টানতে কয়েকটি ক্লাব বেশ অাগ্রহ দেখাচ্ছে। ২০০০ সালে মাত্র তেরো বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন মেসি। সেই ভালোবাসারই সমাপ্তি ঘটে গেলো।।