গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের দায়ের কুপে মায়ের মৃত্যু হয়েছে। সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুপুরে মানসিক প্রতিবন্ধী ছেলে ইয়াছিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রেহেনা আক্তার(৪৫) উপজেলার কাওরাইদের সোনাব গ্রামের আনোয়ারের স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে রেহেনা আক্তারকে তাঁর প্রতিবন্ধী ছেলে ইয়াছিন(১৫) আচমকা দা দিয়ে এলোপাথারি কুপাতে লাগে। পরে প্রতিবেশীরা রেহেনার চিৎকারে এগিয়ে এসে ইয়াছিনকে আটক করে রেহেনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে ছেলে ইয়াছিনকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।