গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে কলা খাওয়ানোর প্রলোভন প্রতিনিধি দেখিয়ে ১০ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে মনসুর আলী (৬৫) নামের এক কলা ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
নির্যাতিত শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
৮ আগস্ট শনিবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়ালি ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু ধর্ষনের ঘটনায় শনিবার বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এসআই সুলতান উদ্দিন শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, মুনসুর আলী সম্পর্কে শিশুর প্রতিবেশী দাদা হয়। সকাল ৯ টার দিকে শিশুটিকে কলা দেওয়ার কথা বলে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চাচী তা দেখে ফেলে এবং স্থানীয়রা মিলে মুনসুর আলীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলা খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যান স্থানীয় গ্রামের বাসিন্দা মনসুর আলী।পরে শিশুটিকে জোর করে ধর্ষণ করে, একপর্যায়ে শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে ও মনসুর আলীকে আটক করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।