গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগে নাইম হোসেন(১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার বাস্তা বৈরাগীবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কিশোর ওই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে পাশের বাড়ি থেকে নাইমের বাড়িতে টিভি দেখতে যায় ওই শিশু । বাড়ী ফাকা থাকায় শিশুটি ধর্ষণ করে কিশোর নাইম । শিশুটির কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। এলাকাবাসী নাইমকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাইমকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক সুলতান আহমেদ খান জানান, এবিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে ।