নিজস্ব প্রতিবেদকঃ চ্যানেল আই এর পক্ষ থেকে আয়োজন করা হয় ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ । সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে ও সম্মানিত করা হয় তাদের কাজের গুণ দেখে।
গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকাস্থ চ্যানেল আই চেতনা চত্বরে চ্যানেল আই কর্তৃক আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ সমাজসেবক’ ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়।
সিলেট চেম্বারের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সভাপতি আবু তাহের মো. শোয়েব। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, “দি সিলেট চেম্বার অব কমার্স ” এর সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, সহ-সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, মো. আতিক হোসেন, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব) ও সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী।