মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে নেত্রকোণার আটপাড়ায়
পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে আজ, সোমবার (১১ অক্টোবর)। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে এখন সারা আটপাড়া উপজেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এবার উপজেলার ৪০ টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১২ অক্টোবর মঙ্গলবার
(মহাসপ্তমী), ১৩ অক্টোবর বুধবার (মহা অষ্টমী) , ১৪ অক্টোবর বৃহস্পতিবার ( মহা নবমী)
এবং ১৫ অক্টোবর শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদোৎসবের। সোনাজুর কালী বাড়ি গোপাল ঠাকুরের আশ্রমের পূজা কমিটির সাধারণ সম্পাদক আয়োজক প্রেমানন্দ পাল বলেন
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আমরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের পূজা মন্ডপে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি সাবান পানির ব্যবস্থা রেখেছি , এবং প্রশাসনের নির্দেশ মেনে পূর্জা উদযাপন করছি। সোনাজুর পরমেশ্বরী বন্দনা সংঘের সভাপতি
মানিক কর্মকার বলেন আমাদের মন্দিরে
শান্তিপূর্ণ ভাবে দূর্গাপূজা উদযাপন করছি,
মহামারি করোনার কারণে
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে নির্দেশনা দিয়েছেন তা মেনে চলছি পূজা মন্দিরে
যে সকল ভক্তরা আসবেন আমরা
সকলকে মাস্ক পরিধান করাবো এবং হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান পানির ব্যবস্থা রাখবো
পরমেশ্বরী বন্দনা সংঘের উদ্যেগে এবার সোনাজুর কর্মপাড়ায় ৯৮তম বর্ষ দূর্গাপূজা পালিত হচ্ছে। সারাদেশের মতো আটপাড়ার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র্যাব ও বিডিআর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ এবং র্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে। আটপাড়া পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অমল দত্ত আমাদের জানান এবার আটপাড়া উপজেলায় ৪০ টি পূজা মন্ডপে দূর্গাপূজা উদযাপন হবে।
