বিশেষ প্রতিনিধিঃ সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের জানাজা প্রাথমিকভাবে আগামীকাল শুক্রবার বাদ জুমা জানানো হলেও পরিবর্তিতে সময় পরিবর্তন করা হয়েছে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মরহুমের জানাজার নামাজ শুক্রবার বিকাল ৫টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। পরে তাঁর শেষ ইচ্ছানুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

তার আগে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মরদেহ শুক্রবার (১২ মার্চ) সকাল ১১টায় হেলিকপ্টারযোগে ফেঞ্চুগঞ্জ এসে পৌঁছবে।

এই সিদ্ধান্ত নেয়ার সময় পরিবারের সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. আহমদ আল কবির, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।