বিশেষ প্রতিনিধিঃ দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির সংগ্রামী প্রচার সম্পাদক, লেখক ও ইসলামী চিন্তাবিদ, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী কে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বুধবার বিকেলে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারীর মেখল হামিউছ ছুন্নাহ মাদরাসার শিক্ষক।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশিদুল হক জানিয়েছেন, হেফাজত নেতা মাওলানা জাকারিয়া নোমান ফয়জীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে অভিযোগ রয়েছে। এ ছাড়াও হেফাজতের সাবেক প্রতিষ্ঠাতা আমীর আল্লামা আহমদ শফী রহ.কে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইর তদন্তেও তার নাম রয়েছে।