ফেনী প্রতিনিধিঃ স্ত্রী-সন্তান সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
দলীয় ও পরিবার সূত্র জানায়, গত দুই দিন আগে জ্বর অনুভব হলে রাজধানীতে স্ত্রী-সন্তান সহ করোনা পরীক্ষার জন্য নমুনা দেন নিজাম হাজারী। নমুনা রিপোর্টে নিজাম হাজারী, তার স্ত্রী নুরজাহান বেগম নাসরিন ও একমাত্র কন্যা নুরআহাদ জাহান স্নিগ্ধা হাজারীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসার জন্য শনিবার তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।
জেলা আওয়ামীলীগ এর সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মেদ দৈনিক জাতির বার্তাকে জানান,তার সঙ্গে ফোনে এমপি নিজাম হাজারীর কথা হয়েছে সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী, ফেনীর সর্বস্তরের জনগন সহ দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। এছাড়া তিনি ফেনী জেলার কোথাও উনাদের জন্য কোন প্রকার মিলাদ, দোয়া-মাহফিল আয়োজন না করার জন্য দলের সকল নেতাকর্মী ও সর্বস্তরের ফেনীবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন।