কপ্তাই প্রতিনিধি( রাঙ্গামাটি )
সমাপনি পর্বের মাধ্যমে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমী,কাপ্তাই এর উদ্যোগে ৪ দিনব্যাপী অভিনয় কর্মশালার সমাপ্তি ঘটলো
মঙ্গলবার(২৫ আগষ্ট) উপজেলা শিল্পকলা একাডেমী,কাপ্তাই এর উদ্যোগে ৪ দিনব্যাপী অভিনয় কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে।
৪র্থ দিন তথা সমাপনি দিনে অংশগ্রহনকারীরা মহামারী করোনা বিষয়ক নাটক মঞ্চস্থ করেন এবং পরিশেষে কর্মশালায় অংশ নেয়া সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান মহোদয় । বিশেষ অতিথীর আসন অলংকৃত করেন জনাব অংসুইছাইন চৌধুরী,সভাপতি,বাংলাদেশ আ’লীগ,কাপ্তাই উপজেলা শাখা;জনাব নাসির উদ্দীন,ওসি,কাপ্তাই থানা; এম জাহাঙ্গীর আলম,উপাধ্যক্ষ,নৌবাহিনী স্কুল এন্ড কলেজ,কাপ্তাই; জন অশোক বাড়ৈ এবং ইসমাইল ফরিদ,বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।
ঝুলন দত্ত,সাধারণ সম্পাদক, উপজেলা শিল্পকলা একাডেমী,কাপ্তাই এর সঞ্চালনায় উক্ত সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমী,কাপ্তাই এর সদস্যবৃন্দ,নাট্যজন এবং সংস্কৃতিপিয়াসূ গণ।
জনাব শহীদুল ইসলাম অলি,নাট্য নির্দেশক এবং প্রাক্তন শিক্ষাথীর্ ,নাট্যকলা বিভাগ,চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর সার্বিক তত্ত¡াবধানে,পরিচালনায় এবং প্রশিক্ষনে উক্ত কর্মশালায় সর্বমোট ২২ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।