সলংগায় সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

মোঃ পারভেজ সরকার-

প্রতিনিধি,সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত ১১ ই নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার জেরে সিরাজগঞ্জের রায়গঞ্জ রির্পোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক ও এশিয়ান টিভি”র প্রতিনিধি রুহুল আমিন বকুল এর বিরুদ্ধে বানোয়াট মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা শান্ত”র সভাপতিত্বে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও চ্যানেল এস এর সাংবাদিক জাকির হোসাইন, মাতৃজগত পত্রিকার সিরাজগঞ্জ ব্যুরো প্রধান রেজাউল করিম খান, সিরাজগঞ্জ বার্তার রায়গঞ্জ প্রতিনিধি পারভেজ সরকার, সাংবাদিক আল-আমিন, আলিফ টিভির চলনবিল প্রতিনিধি মাহবুব হোসেন, সাংবাদিক আমজাদ হোসেন মিলন সহ প্রেসক্লাবের সকল সদস্য সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।