গাজীপুর প্রতিনিধিঃ  সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এম,এ,মান্নানের রোগমুক্তি কামানায় মিলাদ ও দোয়া মাহ্ফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন,সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গত১১ সেপ্টেম্বর ১৩ তম কারামুক্তি দিবস উপলক্ষে এবং সাবেক ধর্মপ্রতিমন্ত্রী,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নগর পিতা, বিএনপি’র সফল ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক এম.এ মান্নানের রোগমুক্তি কামনায়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুন্যের অহংকার আগামী দিনের রাষ্টনায়ক জননেতা তারেক রহমান এর বিশ্বস্ত ও আস্থাভাজন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী জনাব এম.মন্জুরুল করিম রনি’র নির্দেশনায় সাবেক কাউলতিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহীন আলম এর উদ্দ্যোগে আজ শনিবার বিকেলে সালনা বাজার সংলগ্ন রেলক্রসিংয়ের পাশে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ সাত্তার (সাবেক দপ্তর সম্পাদক গাজীপুর সদর থানা বিএনপি,) সাইজুদ্দিন (সিনিঃ যুগ্ন- আহবায়ক গাজীপুর মহানগর শ্রমিক দল,) হাজী শরীফ হোসেন (সাবেক সাধারন সম্পাদক কাউলতিয়া ইউনিয়ন ছাত্রদল,) এডভোকেট মোঃ রুহুল আমীন (সাবেক সভাপতি কাঃ ইউঃ ছাত্রদল,) মোঃ মনির হোসেন (যুগ্ন-আহবায়ক বাসন থানা যুবদল,) জাহাঙ্গীর আলম (সহ-সমবায় বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর যুবদল,) মোঃ জাকির হোসেন (গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দল,) এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন (গাজীপুর মহানগর যুবদল,)মোঃ সাইফুল ইসলাম (যুগ্ন- আহবায়ক সাবেক কাঃ ইউঃ ছাত্রদল,) মোঃ শাহীন দর্জী (সভাপতি পদপ্রার্থী ২৩নং যুবদল,) মোঃ আমিনুল ইসলাম সরকার (আহবায়ক পদপ্রার্থী সালনা সাংগঠনিক থানা ছাত্রদল,) মোঃ বোরহান উদ্দিন (যুগ্ন- আহবায়ক সাবেক কাঃ ইউঃ ছাত্রদল) মোঃ ফয়সাল হোসেন (গাজীপুর মহানগর ছাত্রদল) মোঃ মিলন সরকার সভাপতি পদপ্রার্থী (১৯নং ওয়ার্ড ছাত্রদল) মোঃ রাকিবুল ইসলাম , মোঃ মাহামুদুল হাসান রনি প্রমুখ।