দেশের মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টালটি ক্যারিয়ার গড়ার জন্য সুযোগ করে দিচ্ছে পেশাদার সংবাদকর্মীদেরবেস্ট  রিপোর্টারের জন্য থাকছে পুরষ্কারের ব্যবস্থা। দৈনিক জাতির বার্তা অনলাইন নিউজ পত্রিকাটি নতুনভাবে শুরু করলেও ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সব বয়সী লোকদের কাছে। সম্প্রীতি জাতির বার্তা ডটকম  দেশের প্রতিটি জেলা-উপজেলা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস  প্রতিনিধি নিয়োগ দিচ্ছে । এছাড়াও  সমসাময়িক যেকোন বিষয় নিয়ে লেখা, সাহিত্য , খেলাধুলা, বিনোদন, লাইফ স্টাইল, গল্প , কবিতা, ব্যাবসা, প্রযুক্তি ইত্যাদি দিতে পারেন ।

 

এই পোর্টালটির সংবাদকর্মী হতে  হলে আপনাকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে।
যোগ্যতাঃ ( জেলা / ক্যাম্পাস প্রতিনিধি )
  •   প্রতিবেদন লেখায় দক্ষ
  •   ছবি (ভিডিও) ধারণে দক্ষ
  •   নির্ভূল বানান লেখায় পারদর্শী
  •   সংশ্লিষ্ট জেলার স্থানীয় বাসিন্দা
বিশেষ দ্রষ্টব্যঃ  উপজেলা প্রতিনিধির ক্ষেত্রে  অনলাইন নিউজ পোর্টালে কাজ করার অভিজ্ঞতা আছে এমন লোকদের  যোগ্যতা বিবেচনা করা হবে।
আপনার জীবন বৃত্তান্ত ( CV ) পাঠাতে  মেইল করুনঃ  [email protected]
 আগ্রহীগণ সরাসরি কল করুন-  ফোনঃ ০১৯১০ ১৮১০৩৭      ০১৫৭৫ ৩১৪১২৩