এই মুহুর্তে বাংলাদেশে সব চেয়ে আলোচিত মানুষ হচ্ছে,ঢাকা রিজেন্ট হাসপাতালের মালিক মোঃ সাহেদ,তিনি বিভিন্ন প্রতারণার ফাদ পেতে অনেক অর্থ আয় করতেন।এভাবে তিনি আরাম আয়েশে জীবন যাপন করতেন।তিনি ব্যক্তিগত ভাবে সাথে ২জন লোক রাখতেন গানম্যান হিসেবে।তার স্ত্রী সাদিয়ার কাছেও ছিলো এক গানম্যান।গাড়িতে সাইরেন বাজিয়ে রাস্তায় ভি আই পি মর্যাদা নিতেন।
শুধু সাহেদ নয়,আরাম আয়েশের জীবন যাপন করতেন তার স্ত্রী সাদিয়াও,তার গাড়িতেও বাজতো সাইরেন।সাথে গানম্যান থাকতো একজন।সাহেদ তার স্ত্রী কে যে ভাবে চলতে বলতেন সেই ভাবেই চলতো।করোনার মহামারির এই সময় সাহেদের মালিকানাধীন হাসপাতাল রিজেন্টে করোনা নমুনা সংগ্রহ করে তা উলটা পালটা পজেটিভ নেগেটিভ ফলাফল লিখে দিতো,এই অভিযোগে অভিযান চালায় র্যাব ভ্রাম্যমাণ আদালত,র্যাব হাসপাতালটির ২টি শাখা সিলগালা করার পর স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট হাসপাতালের ২টি শাখা বন্ধের নির্দেশ দেয়।