সিংড়া(নাটোর)প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ হাবিবুর রহমান (স্বপন মোল্লা)।
নির্বাচন কে সামনে রেখে কর্মী ও সমর্থকদের নিয়ে শুক্রবার বিকালে মহিষমারী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল  আলোচনা সভার আয়োজন করেন হাবিবুর রহমান স্বপন।
মোঃ এন্তাজ আলী মৃধার সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জজকোর্ট এর জিপি এ্যাড. আসাদুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
হাবিবুর রহমান চামারী ইউনিয়ের একজন যোগ্য প্রার্থী ও জনমানুষের নেতা।
তিনি আরো বলেন চামারী ইউনিয়নে মহিষমারী গ্রামই একমাত্র গ্রাম যে গ্রামে কোনদিন নৌকার পরাজয় হয়নি আজ সেই গ্রামের সন্তান চেয়ারম্যান পদপ্রার্থী ।
আমি আশা করি দল থেকে হাবিবুর রহমান কে মুল্যায়ন করবে এবং মানোনয় দিবে।
এসময় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি হাসান আলী বলেন,
মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামীলীগ কে চামারী ইউনিয়নে সুসংগঠিত করতে স্বপন মোল্লার পরিবারের ভুমিকা অপরিসীম। তার দাদা মরহুম শুকুর মোল্লার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর থেকে সংগঠিত হতে থাকে চামারী ইউনিয়ন আওয়ামীলীগ, পরবর্তীতে তার চাচা বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান মোল্লার হাত ধরে চামারী ইউনিয়ন আওয়ামীলীগ সংগঠিত হয়।
বর্তমান সময়ে আওয়ামীলীগের উন্নয়ন কে অব্যাহত রাখতে চেয়ারম্যান হিসাবে স্বপন মোল্লার বিকল্প নেই।
হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন,
আমি আপনাদেরই এলাকার সন্তান আপনারা যদি সমর্থন করেন এবং দল থেকে মুল্যায়ন করে তবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও আওয়ামীলীগ পরিবারের সন্তান হিসাবে চামারী ইউনিয়ন বাসীর সেবা করতে চাই।
চামারী ইউনিয়ন আওয়ামীলীগ কে শক্তিশালী করার লক্ষে কাজ করতে চাই।
তিনি আরো বলেন,
নির্বাচিত হতে পারলে ইউনিয়ন বাসীর উন্নয়নে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
আমার দাদা ও চাচা আদর্শ বুকে ধারন করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদক, সন্ত্রাস মুক্ত আধুনিক ইউনিয়ন হিসাবে চামারীকে গোড়ে তুলতে চাই।
এসময় উপস্থিত ছিলেন,
 বীর মুক্তিযোদ্ধা আঃ সাত্তার সরদার,ইউনুস আলী মৃধা,
আবুল হোসেন,হাবিবুর রহমান প্রমুখ