সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নাটোর জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আবহাওয়া- জলবায়ু ও নিরাপদ খাদ্য পরিচালনা বিষয়ক একদিনের এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে স্বাস্থ্য কর্মী,জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেন। দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনার পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলমাস শাফি,মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল মতিন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইমরান মোর্শেদ এবং নাটোর সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সরকার মোঃ শফিকুল ফেরদৌস। সেমিনারে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন রোধে করনীয় সহ গাছ লাগান পরিবেশ বাঁচান,সুস্বাস্থ্যের জন্য নিরাপদ পানি ব্যবহার ও ফরমালিন মুক্ত খাদ্য উৎপাদন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী,মেডিকেল অফিসার ডাঃ ইসরাত জাহান বর্ষা,মেডিকেল অফিসার ডাঃ শামীমা আকতার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস,সিনিয়র স্টাফ নার্স মোছাঃ সখিনা খাতুন।