বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর জিয়াউল হক সুমন।
সোমবার (২৪ মে) সিডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক চিঠিতে ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমন সিডিএ বোর্ড সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।
স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, চসিক’র নির্বাচনকালীন সময়ে ২০২০ সালের ২০ নভেম্বর তৎকালীন প্রশাসক মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা সিডিএ বোর্ড সদস্যর দ্বায়িত্ব পালন করেছিলেন। গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মেয়র কর্তৃক মনোনীত ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হলো।