খাগড়াছড়ি প্রতিনিধিঃ করােনা পরিস্থিতি মােকাবেলায় লকডাউনের মধ্যে খাগড়াছড়ি প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলের সিন্দুকছড়ি জোনে পাহাড়ী ও বাঙ্গালী জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করছেন বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে সিন্দুকছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক। এ সময় তিনি বলেন, করােনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। ঈদের আগ মুহুর্তেও দূর্গম পাহাড়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রীও পৌছে দিচ্ছে। আগামীতেও আমাদের এধারা অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণকালে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর এমরান ও ক্যাপ্টেন আশিক সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সিংক- লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক, জোন কমান্ডার, সিন্দুকছড়ি জোন।