বগুড়ায় করোনায় একদিনে আরও ২ জনের মৃত্যু শনাক্ত ৭১
মো:পারভেজ’সরকার,
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বৃস্পতিবার (২৪ জুন) ২৪ ঘন্টায় ৪৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৪১ জনে দাঁড়িয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ২৫ জন, তাড়াশ ১ জন, কামারখন্দ ৫ জন, রায়গঞ্জ ৪ জন, উল্লাপাড়া ৮ জন, শাহজাদপুর ৩ জন ও কাজিপুর উপজেলায় ৩ জন রয়েছেন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ২১৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৪৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট ৩ হাজার ২৫০ জন সুস্থ হয়েছেন। মোট ৩১ জনের মৃত্যু হয়েছে।