বিশেষ প্রতিনিধিঃ দেশের আধ্যাত্মিক রাজধানী বলে খ্যাত সিলেটের প্রায় সত্তোর বছরের অধিক প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ,খলিফায়ে মাদানী আল্লামা শায়খে ফুলবাড়ী,আল্লামা শায়খে শেরপুরী, খলিফায়ে মাদানী আল্লামা শায়খে রায়গড়ী রাহঃ সহ বহু বুযুর্গানের স্মৃতি বিজড়িত, দারুল উলুম দেওবন্দের নকশকদমে পরিচালিত ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসা গোলাপগঞ্জ সিলেট এর ১৪৪২-১৪৪৩ হিজরী মোতাবেক ২০২১-২০২২ ঈসায়ী শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক নতুন-পুরাতন সকল ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের প্রকোপের কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে আগামী ১২ শাওয়াল ১৪৪২ হিজরী মোতাবেক ২৫ মে ২০২১ ঈসায়ী রোজ মঙ্গলবার হতে নুরানী শিশু হতে দাওরায়ে হাদীস এবং হিফজ নাযেরা থেকে হিফজ তাকমিল পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।
ভর্তি কার্যক্রম ও নিয়মাবলি :-
১.প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
২. জামেয়ার অভ্যন্তরীণ কার্যক্রম ও আবাসিক ব্যবস্থাপনা এখনও চালু করা হচ্ছে না, চালুর তারিখ পরবর্তীতে জানানো হবে।
৩.কাছের ছাত্ররা মাদরাসায় দফতরে আম থেকে ফরম সংগ্রহ করতে পারবেন,আর দুরের ছাত্ররা নিম্নে দেয়া মাদরাসার নাজিমে তালিমাতের সাথে যোগাযোগ করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করবেন।
৪. মাদরাসা খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেয়া হবে। ইনশাআল্লাহ।
ভর্তি সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ…….
★হাঃ মাওঃ আব্দুর রহিম হাফিঃ
( নাজিমে তালিমাত অত্র মাদরাসা)
আলাপনঃ 01715294889
★ হাঃ মাওঃ আনোয়ার হুসাইন হাফিঃ
(সহ: নাযিমে তালীমাত অত্র মাদরাসা )
আলাপনঃ01733535945
বিঃদ্রঃ কাছের ছাত্রদের যারা একই পরিবারের একাধিক তারা সবাই না এসে একজন মাদরাসা মিলনায়তন থেকে ফরম সংগ্রহ করে ভর্তি কাজ সম্পন্ন করবেন।
★★মাদরাসার বিগত শিক্ষাবর্ষের একনজরে ফলাফল★★
বোর্ডওয়ারী মুমতায এর তালিকা:
* আযাদ দ্বীনি এদারা- ১৩টি
* তানযিমুল মাদারিস- ৯টি
* রাবেতাতুল মাদারিস- ৬টি
* বেফাকুল মাদারিস- ৪টি
* নুরানী বোর্ড- ২টি
* হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন- ৯টি
৬ বোর্ডে মোট= ৪৩টি
পাশের হার শতকরা ৯৬.৭৩%
বি: দ্র:
হাইয়াতুল উলয়া বোর্ডের ফলাফল এখনো প্রকাশিত হয়নি ।