শেখ আব্দুল্লাহ উসামা

বিশেষ প্রতিনিধিঃ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৩ জন যাত্রী আহত আর ১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুন) রাত ৯ টার দিকে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কের ঢাকাদক্ষিণ  কানিশাইল গ্রামের সাবেক ভিপি সফিক উদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

এতে আম্বর আহমদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আম্বর আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই ফরহাদ আহমদ।  নিহত আম্বর আলী উপজেলার ভাদেশ্বর নালিউরি গ্রামের মৃত মনচই মিয়ার ছেলে।

সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়কে গোলাপগঞ্জ থেকে ছেড়ে আসা ভাদেশ্বরগামী বাস (সিলেট জ- ১১-০৪২৪) ও ভাদেশ্বর থেকে ছেড়ে আসা ঢাকাদক্ষিগামী সিএনজি কানিশাইল গ্রামের সাবেক ভিপি সফিক উদ্দিনের বাড়ির পাশে সয়াবিনের দোকান ( এই নামে প্রসিদ্ধ) সামনে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।  এতে ঘটনাস্থলে ৪ জন আহত হলে পরবর্তীতে ১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।