জাতির বার্তা ডেস্ক – সিলেটের সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় একটি বাস ২৫ জন যাত্রী নিয়ে খাদে পড়ে যায় ।

২১ শে জুলাই,মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ এ ঘটনা ঘটে বলে জানা গেছে । স্থানীয় লোকজন জানায়, সকালে দুটি বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । সিলেট থেকে সুনামগঞ্জ গামী এবং অপর বাসটি  সিলেটগামী পরস্পর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে । সিলেটের স্থানীয় ডুবুরিদল ও ফায়ার-সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন । এখন পর্যন্ত ২১ জন যাত্রী নিখোঁজ রয়েছেন ৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন । তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন, বাসটি  গেটলক থাকায় যাত্রীরা বের হতে পারেননি আর তাই  হতাহতের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে ।