বিশেষ প্রতিনিধিঃ সিলেট শহরের সিলেট জাফলং বাইপাস সংলগ্ন খাদিমপাড়া ইউনিয়নে ডলফিন ব্র্যান্ড ফোমের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার (১৩ মার্চ) রাতে ৮টা ২৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. কোবাদ আলী সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ৮ টা ২৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে বলা না গেলেও বৈদ্যুতিক কোন কারণে আগুনের লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।