বিশেষ প্রতিনিধিঃ সিলেট জেলার কানাইঘাট উপজেলা জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা হাফিজ মাওলানা শামীম মাহদী দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতায় ভোগছেন। অসুস্থ জমিয়ত নেতা মাওলানা শামীম মাহদীর শারীরিক অসুস্থতার খোঁজখবর নিতে আজ সোমবার (১৭ মে) কানাইঘাট সদর ইউনিয়নের ভাটিদিহ গ্রামে তাঁর নিজ বাড়িতে দেখতে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, শাইখুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি জমিয়ত কর্মীর চিকিৎসার খোঁজখবর নেন। এবং তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা জমিয়ত নেতৃবৃন্দ।