বিশেষ প্রতিনিধিঃ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড়ে আগামী ১৫ মার্চ ২০২১ ইংরেজি রোজ সোমবার সকাল ১০ ঘটিকা হইতে উত্তর রায়গড় বড়গুল মাঠে আবুল হোসেন খান ফাউন্ডেশন ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বারের মতো ব্যতিক্রমদর্মী সিলেট জেলা ভিত্তিক আজান প্রতিযোগীতা। আজ নিবন্ধনের শেষ তারিখ আগামীকাল সকাল ১০টায় ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত হবে প্রাক প্রতিযোগিতা।

উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকবে নগদ ১ লক্ষ টাকা।

দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে নগদ ৫০ হাজার টাকা।

তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে নগদ ২৫ হাজার টাকা।

চতুর্থ পুরস্কার হিসেবে থাকবে নগদ ১০ হাজার টাকা।

৫ম পুরস্কার হিসেবে থাকবে নগদ ৫ হাজার টাকা।

এ ছাড়া ৬ ষষ্ঠ থেকে ১০ পর্যন্ত প্রত্যেকে পাবে ১ হাজার টাকা করে।

উক্ত প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করতে ইচ্ছুক তারা আগামী ১১ মার্চ বৃহস্পতিবার প্রাক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হবে।

তাই যে সমস্ত ভায়েরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে ইচ্ছুক আাপনারা অতি দ্রুত যোগাযোগ করে আপনাদের নাম নিবন্ধন করার আহবান করা যাচ্ছে।

♦♦♦♦♦♦♦♦♦♦♦

বিঃদ্রঃ

প্রতিযোগিতায় অংশগ্রহনে আগ্রহীরা আগামী ১০ মার্চের মধ্যেই নিম্নোক্ত যে কোনো নাম্বারে ফোন করে নিবন্ধন করতে হবে। এবং ১১ তারিখ প্রাক প্রতিযোগিতায় গিয়ে ফরম পূর্ণ করে অংশ গ্রহন করবেন।

সার্বিক যোগাযোগ করুন

মুফতি খায়রুযযামান আহমদাবাদি সাহেব

মোবাইলঃ ০১৭১৫৫২৫২৩৭

মুফতি খায়রুল আমীন মাহমুদি সাহেব

মোবাইলঃ ০১৭৮৫৫৪৬৭৮৫

মাওঃ হুসাইন আহমদ সাহেব

মোবাইলঃ০১৭১১০১৩১০৯

বিঃদ্রঃ

♦প্রতিযোগী অবশ্যই সিলেটের অধিবাসী হতে হবে

♦বয়স সর্বনিম্ন ২০ বছর হতে হবে।

♦সুন্নাত তরিকার আযান হতে হবে

♦৩ মিনিট সময়ে আজান শেষ করতে হবে।