সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৮ম বর্ষপূর্তি ও মিলনমেলা
আকতার হোসেন, সীতাকুণ্ড থেকে ফিরে…
সীতাকুণ্ডের সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৮ম বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠান সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ইকবাল ও নাজিমুজ্জামান রাসেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক, দানবীর হাজী মোহাম্মদ ইউসুফ শাহ।
এবারের ৮ম বর্ষপূর্তি ও মিলনমেলা উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ২২০ টি স্বেচ্ছাসেবী ব্লাড ডোনেট সংগঠন অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী ব্লাড ডোনেট সংগঠনগুলোর মধ্যে সিটিজি ব্লাড ব্যাংক, রক্তের বন্ধনে পটিয়া, সাতকানিয়া ব্লাড ব্যাংক, পটিয়া ব্লাড ডোনেট ক্লাব, স্বপ্নের আনোয়ারা, হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরাম, আনোয়ারা ব্লাড ব্যাংক, আশার আলো ব্লাড ডোনেট সোসাইটি, দোহাজারী ব্লাড ব্যাংক, থ্যালাসেমিয়া ব্লাড কালেকশন, রক্তদানে আমার দেশ, টেরীবাজার ব্লাড ব্যাংক, রক্তিম পরিবার, রক্তের বন্ধনে মিরসরাই, বাড়বকুণ্ড ব্লাড ফাউন্ডেশন, চাটখিল খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব, কোম্পানীগঞ্জ মানবতার জন্য দূরন্ত, গরীবের বন্ধু রক্ত ফাউন্ডেশন, খাগড়াছড়ি ব্লাড ডোনার’স এসোসিয়েশন, নারায়ণগঞ্জ স্বপ্ন যাত্রী ফাউন্ডেশন, বন্ধন মানবসেবা সংগঠন, সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব, কুতুবদিয়া মানবিক টিম, রক্তিম ব্লাড ডোনার সোসাইটি, চট্টগ্রাম ব্লাড ডোনেট এসোসিয়েশন, স্বপ্নের অগ্রযাত্রা সোসাইটি, ইউনাইটেড ব্লাড ব্যাংক, ব্লাড ফাইটার্স কমিউনিটি, চট্টগ্রাম নবীন ব্লাড ডোনার’স সোসাইটি, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি, রক্তের শিখরে বাংলাদেশ, লাল ভালোবাসা ব্লাড ডোনার’স সোসাইটি উল্লেখযোগ্য।
প্রসঙ্গত ২০১৩ সালের ২৮ অক্টোবর ফজল করিমের নেতৃত্বে ৫জন সদস্য নিয়ে সীতাকুণ্ড থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। বর্তমানে উক্ত সংগঠনে ৫১জন কার্যনির্বাহী সদস্য, ১৭০ জন সাধারণ সদস্য এবং পাবলিক গ্রুপে প্রায় ৭হাজার সদস্য রয়েছে।
অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং সুবিধাবঞ্চিত ২জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।