রুপসা (খুলনা) প্রতিনিধিঃ সুপেয় নিরাপদ পানি নিশ্চিতকল্পে রূপসায় স্থাপিত হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। ২৯ মে শনিবার বেলা ১১টায় উপজেলার ২নং শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে স্থান নির্ধারণ ও লে-আউট করা হয়েছে।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর ব্যবস্থাপনা ও সার্বিক দিক নির্দেশনায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পের আওতায় এ কাজ বস্তবায়িত হচ্ছে। এতে ব্যয় হবে ৪২ লাখ টাকা। নির্মাণ কাজ শেষ হলে দুটি ট্যাংকির মাধ্যমে প্রতি ঘন্টায় তিন হাজার লিটার সুপেয় নিরাপদ পানি ফিল্টার করা হবে। যা এলাকাবাসী পান করতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার। ক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী মো: রাসেলপ্রমুখ।প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সুপেয় নিরাপদ পানি নিশ্চিতকল্পে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়ন প্রসঙ্গে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন- নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম বাংলার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। “গ্রাম হবে শহর” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমি আমার নির্বাচনী এলাকার গণমানুষের উন্নয়নে সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সকল কর্মযজ্ঞে সামিল থাকবো।