নিজস্ব প্রতিবেদকঃ”রমজান ও ঈদের খুশি, পৌঁছে যাক বাড়ি বাড়ি” এই স্লোগানকে সামনে রেখে ইয়ং ইনোভেটরস বাংলাদেশ তাদের ”প্রোজেক্ট সহানুভূতি ২০২২” এর কাজ সম্পন্ন করেছে।
রমজানের মর্মার্থ সকলের কাছে পৌছে দিতে এবং অসহায় মানুষের ইদকে আরেকটু সুন্দর করতে “প্রজেক্ট সহানুভূতি”-র মাধ্যমে সুবিধাবঞ্চিত এতিম বাচ্চাদের ইফতার করানো হয় এবং অসহায় পরিবারের মাঝে ঈদ ফুড প্যাকেজ বিতরণ করা হয়। মানবসেবার এই মহৎ উদ্যোগে সহযোগিতা করে সংগঠনটির সেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীগণ।
‘প্রজেক্ট সহানুভূতি’র আয়োজক Young Innovators Bangladesh এর সূত্রে জানা যায় যে, তারা প্রায় শতাধিক এতিম বাচ্চাকে ইফতার করিয়েছে এবং অর্ধশতাধিক পরিবারকে “ঈদ ফুড প্যাকেজ” বিতরণ করেছে প্রজেক্ট সহানুভূতির মাধ্যমে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় সভাপতি আরাফাত তপু জানিয়েছেন, ” প্রতিবছরই ইদের এই সময়টাতে আমরা অনেক পরিবার দেখতে পাই যাদের উৎসবের দিনেও চুলায় আগুন জ্বালানোর মতো অবস্থা থাকেনা, সেসকল পরিবারে বাচ্চারা হয়তো অন্যদের মতো মিষ্টিমুখ করে বাইরে বের হতে পারেনা। তাই আমাদের এবারের উদ্যোগ অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের জন্য। ছোট্ট পরিসরে এবার শুরু করলেও আমরা এই সহযোগিতার ধারণাটা ছড়িয়ে দেবো যাতে ভবিষ্যতে সবাই উৎসবের অংশ হতে পারে।
প্রজেক্ট সহানুভূতি এর মাধ্যমে ঢাকার ফায়জুল উলুম মাদরাসা’র প্রায় শতাধিক এতিম শিক্ষার্থীদের ইফতার করানো হয় এবং সেচ্ছাসেবীদের মাধ্যমে সাভার এর কাউন্দিয়া, চট্টগ্রাম এবং রাজশাহী, চাঁদপুর এবং কুড়িগ্রামের অর্ধশতাধিক পরিবারকে ঈদ সামগ্রী প্রদান দেওয়া হয়।
ইয়ং ইনোভেটরস বাংলাদেশ একটি সেচ্ছাসেবী,সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সামাজিক বিভিন্ন কাজে নিজেদের অংশগ্রহণ ও যুব সমাজকে দেশপ্রেমে উদ্ভুদ্ধ করে আসছে।