কিশোরগঞ্জ প্রতিনিধিঃ মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র, এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে, মতবিনিময় সভা, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ ইং উদযাপন করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে, কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে এই মতবিনিময় সভা, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বার।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বার বলেন, পুলিশ সম্পর্কে জনসাধারণের মাঝে একটি নেতিবাচক ধারণা রয়েছে এটা ঠিক আছে। কিন্তু আজকে বাংলাদেশের পুলিশ জনগণকে সর্বোত্তম সেবা দিয়ে জনগণের পাশে থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং পুলিশকে জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সৎভাব বজায় রাখতে নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। আর তাই পুলিশের এই সেবা নিতে হলে পুলিশের কাছে জনগণকে আসতে হবে। পুলিশ এবং জনগণের মধ্যে একটা সেতুবন্ধন গড়ে তুলতে হবে। এ সেতুবন্ধনের মধ্য দিয়ে, বাংলাদেশ পুলিশ সম্পর্কে সাধারণ জনগণের নেতিবাচক ধারণা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটবে। এ লক্ষ্যেই পুলিশ কমিউনিটি পুলিশিং ব্যবস্থা সর্বত্র ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।
উক্ত মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মিজানুর রহমান।
এ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি শাহ আজিজুল হক, জিপি অ্যাডভোকেট বিজয় শঙ্কর রায় এবং জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারী সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।
উক্ত কমিউনিটি পুলিশিং ডে ২০২০ ইং উদযাপন উপলক্ষে কমিউনিটি পুলিশিং এর ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পাকুন্দিয়া থানার এসআই সুজিত কুমার এবং জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে মিঠামইন উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য মোঃ শাহজাহান মিয়াকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত মতবিনিময় সভা, সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহমেদ চৌধুরী, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জের এস পি বলেন, পুলিশের কাছ থেকে সেবা নিতে হলে, জনসাধারণকে পুলিশের কাছে আসতে হবে এবং পুলিশ ও জনসাধারণের মাঝে সেতুবন্ধন তৈরি করতে হবে।