সোহেল রানা’র নেতৃত্বে খাবার পাচ্ছে পথশিশুরা

সোহেল রানা’র নেতৃত্বে খাবার পাচ্ছে পথশিশুরা
———————————————-

সাগরিকা, যার বাবা নেই, সারাদিন রাস্তায় ঘুরে বেড়াত, সে তার মায়ের সাথে কাজে যেতেন, এবং তার মা (খাদিজা) তার জন্য খাবারের ব্যবস্থা করতে পারেনি।
ছায়াতল বাংলাদেশে এরকম ১৫০টিরও বেশি শিশুদের গল্প রয়েছে।
এই সংস্থা তাদের জীবন বিকাশের জন্য শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, পুষ্টি ইত্যাদি প্রদান করে।
“উৎসব ফাউন্ডেশন” ছায়াতল বাংলাদেশের ক্যাম্পাস-১ এর জন্য খাবার সরবরাহ করে।
এই ফাউন্ডেশন বিশ্বব্যাপী অনেক মানবিক কাজের সাথে জড়িত।
“উৎসব ফাউন্ডেশন” এর চেয়ারম্যান জনাব রায়হান জামান শিশুদের প্রতি খুবই সদয়।
তিনি সবসময় বাচ্চাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেন।
শাহিনুর আক্তার সোহানা, রনক মাহমুদ জনি এবং ইসরাত জাহান জয়া সহ
ছায়াতল বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা পুষ্টির ভারসাম্য রক্ষার জন্য প্রতিদিন শিশুদের জন্য বিভিন্ন খাবারের ব্যবস্থা করে থাকে। “ছায়াতল বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা সোহেল রানা উল্লেখ করেন যে “উৎসব গ্রুপ” এর মতো নামকরা শিল্প যদি এই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করতে এগিয়ে আসে তবে তারা একদিন আমাদের দেশের সম্পদ হয়ে উঠবে।