স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে পরিবেশগত পরিবর্তন সম্পর্কে বিভিন্ন ধরনের কার্যক্রম
মোঃ আব্দুল হামিদ, গাজীপুর প্রতিনিধিঃ
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে পরিবেশের বিভিন্ন উপাদান বায়ু, শব্দ, পানি, বাস্তুসংস্থান এবং ভূমির ব্যবহার ও পরিবেশগত পরিবর্তন সম্পর্কে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। দুই দিনব্যাপী এই কর্মসূচিতে দেশী বিদেশী প্রায় ৪৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণে মাধ্যমে হাতে কলমে সংক্রিয় বায়ু, শব্দ ও পানি দূষণ পরিমাপক যন্ত্র পরিচালনার মাধ্যমে নমুনা সংগ্রহ করে এবং মাঠ পর্যবেক্ষণের সাহায্যে বাস্তুসংস্থান এবং ভূমির ব্যবহার ও পরিবেশগত পরিবর্তন ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করানো হয়।অন্যদিকে শিক্ষার্থীরা সংরক্ষিত বনের বিভিন্ন পরিবেশ গত সমস্যা পর্যবেক্ষণ করে।
রবিবার দুপুরে গাজীপুরের একটি স্থানীয় রিসোর্টে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিজ্ঞান অনুষদের ডিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং ক্যাপস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, বিভাগের একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, সহকারী অধ্যাপক ড. মাহমুদা পারভীন, সিনিয়র প্রভাষক মাহমুদা ইসলামসহ আরো অনেকে।