বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ একটি দুর্ঘটনা  মানুষের পারিবারিক জীবন কে ঠেলে দেয় অন্ধকারে দিকে,মানুষ স্বাবলম্বী থেকে অসহায় হয়ে পরে। নিজের ও পরিবারের সদস্যদের দুঃখ দূর্দশা সয়তে না পেরে হাত বাড়ায় অন্যের কাছে সাহায্যের জন্য। কিছু
মানুষ না পারে সইতে,  পারে না কয়তে। তারা কষ্টটা বুকে চেপে পরিবার পরিজনদের নিয়ে জীবন যাপন করে ব্যদনাদায়ক ভাবে। এমনি একজন আমিরুল ইসলাম।
রাজশাহীর বাঘা পৌরসভাধীন চক ছাতারী গ্রামের মৃতঃ রকসেদ মন্ডলের ছেলে আমিরুল ইসলাম। মাত্র ছয় মাস আগেও তিনি স্বাভাবিক মানুষের মত চলাফেরা করতো কিন্তু ভাগ্যের কি
নির্মম পরিহাস। তিনি ছিলেন পেশায় সেলসম্যান (পন্য সরবারহ)।৬  মাস আগে একটি সড়ক দূর্ঘ টনায় পা ভেঙ্গে যায় তার। পরে প্রাথমিক ভাবে চিকিৎসা করে পা ভালো করা সম্ভব হয়নি তার পরিবারের পক্ষে। জরুরি ভাবে তার পা এর উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে ভাঙ্গা পা নিয়ে বাড়িতে শুয়ে বসে কান্না ছাড়া উন্নত চিকিৎসার সামর্থ্য নেই তার। কারন যা ছিলো প্রাথমিক চিকিৎসায় শেষ। বর্তমানে দিন দিন পচন ধরে বের হতে শুরু করেছে বদ রক্ত, যন্ত্রণায় কাতরাচ্ছেন বিছানায় শুয়ে । স্বাভাবিক জীবন তারকাছে এখন স্বপ্ন শুধু।
পরিবারে সদস্য সংখ্যা মা,স্ত্রী, ছেলে, মেয়ে সহ আমিরুল ৫ জনের সংসার। পরিবারের উপার্জন ক্ষম সে নিজেই ছিল, কিন্তু সে এখন আসহায়।  উন্নত চিকিৎসা ও পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে সহায়তা চাচ্ছেন তিনি।
আর্থিক অক্ষমতার কারণে বর্তমানে বন্ধ রয়েছে নিরুপায় অসুস্থ আমিরুলের চিকিৎসা। 
অসুস্থ আমিরুল চোখে পানি-লজ্জা ও কান্না কন্ঠে বলেন, সুন্দর স্বাভাবিক জীবন ছিল আমার কিন্তু আজ আমি অসহায়।সাম্প্রতিক ঈদে গেছে, সেই ঈদে আমার দুইটা সন্তানের  মুখে হাসি ফোটাবো এমন সামর্থ্য ছিলোনা আমার। ঠিক সেই সময়ে পরিচিত শাহিনুর রহমান ডলারকে দিয়ে সামিউল আলম নয়ন সরকার ভাই ঈদ করার জন্য অর্থ পাঠিয়েছে। কিন্তু আমার সন্তানরা বলে আব্বু আমাদের ঈদে কিছু প্রয়োজন নেই তুমিই আমাদের ঈদ আব্বু। আপনারায় বলেন কোন বাবার পক্ষে এই কথা শোনা সম্ভব!সেই টাকা দিয়ে ঔসুধ ও কিছু খাবার কিনেছি। তবে এখন পর্যন্ত নয়ন সরকার ভাই আমাকে বিভিন্ন ভাবে সহায়তা করছে। কিন্তু আমার উন্নত চিকিৎসার ব্যয় অনেক, অনেকের একার পক্ষে তা চালানো সম্ভব না।
সর্বশেষে আমিরুল বলেন, আমি রাস্তায় গিয়ে হাত পাততে পারছিনা। আপনাদের মাধ্যমে সকলের কাছে আমার অনুরোধ, আমার দিকে না তাকিয়ে হলেও আমার দুই মাসুম বাঁচার দিকে তাকিয়ে হলেও নিজ নিজ অবস্থান থেকে আমার উন্নত চিকিৎসায় সবাই আমাকে সহায়তা করুন। আমি যেনো সুস্থ হয়ে হালাল পথে উপার্জন করে পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারি। সেই সাথে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই।
অসুস্থ, অসহায় মোঃ আমিরুল ইসলাম
পিতাঃমৃত রকসেদ মন্ডল
গ্রামঃচক ছাতারি
মোবাইল নংঃ01772938539 বিকাশ
সবাই কে এই নিরুপায়, অসুস্থ ভাইটির সাথে সরাসরি যোগাযোগ করে সহায়তার জন্য অনুরোধ রইলো।