অন্য সকল জনপ্রিয় ম্যাসেজ, কল, ভিডিও শেয়ারিং অ্যাপগুলো পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে তুরস্কের তৈরি অ্যাপ বিপ।
বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশেও বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা।হোয়াটসঅ্যাপ কে বাদ দিয়ে প্রায় সকলেই বিপ পছন্দ করে নিচ্ছেন।তার কারণ হলো হোয়াটসঅ্যাপে ডাটা পাইরেসি অাশঙ্কা। অাইডি হ্যাক হওয়ার প্রবণতা এবং এর ঝুঁকি বেশি হওয়ায় গ্রহণযোগ্যতা হারিয়েছে হোয়াটসঅ্যাপ। সেখানে, বিপ দাবী করছে, তাদের এই অ্যাপে রয়েছে শক্তিশালী ডাটা প্রোটেক্ট ক্যাপাসিটি।এছাড়াও, এই অ্যাপে রয়েছে সিক্রেট চ্যাট সিস্টেম।