উখিয়া প্রতিনিধিঃ উখিয়াতে হঠাৎ বৃষ্টি, ভালো হল না খারাপ হল? বেশ কয়েকদিন ধরে অতিষ্ঠ গরমে চটপট করছিল উখিয়ার মানুষ, তবে অবশেষে আজ ২৩/৫/২০২১ ইং রোজ রবিবার সন্ধ্যায় বৃষ্টির দেখা মিললো, তবে এই বৃষ্টি ভালো হল না খারাপ হল?

গরমের মৌসুমে গরম পড়বে তা তো স্বাভাবিক তবে সবার মনে হল এই বছরই বেশি পড়লো গরম। সেসাথে সবাই কামনায় মেতে উঠেছিল একটুখানি বৃষ্টির জন্য সবার কামনায় অবশেষে বৃষ্টির দেখা মিললো আজ তাতে একটু খানি অতি গরম থেকে বাঁচা গেল সাধারণ মানুষদের কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারি, এবং তারা বলে বেশি গরমে ছিলাম শরীরের অবস্থা খুবই খারাপ শরীরের দেখা মিলছে অনেক গরম বিচি তারা বলে এই বৃষ্টিতে একটু নিশ্বাস নিতে পারবো তবে তারা বলে এই বৃষ্টিতে আমাদের একদিকে ভালো হলেও অন্য দিকে খারাপ হচ্ছে না তো?

আগে বলা ছিল এই বৃষ্টির কারণে ভালো হল না খারাপ হল? ধারণা করতে পারি এই বৃষ্টির ফলাফল যেমন ভালো হয়েছে আবার তেমন উল্টো খারাপও হতে পারে যেমন এই বৃষ্টির কারণে হতে পারে মানুষের সর্দি, কাশি, জ্বর সহ নানান ধরণের অসুখের মুখামুখি হতে পারে বলে ধারণা করতেছি।
তবে প্রশ্ন কিন্তু রেখে গেলাম এই বৃষ্টি ভালো হল না খারাপ হল?