হাতীবান্ধা (লালমনিরহাট)- লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের (বড়খাতা ডিগ্রি কলেজ) মাঠে শিশু ভাতা প্রদান করা হয়।
আজ সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত  শিশু ভাতা প্রদান করা হয়। শিশু ভাতা প্রদান কালে উপস্থিত ছিলেন বড়খাতা ইউনিয়নের  চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল সহ সকল ওয়ার্ডের মেম্বারগণ। আরো উপস্থিত ছিলেন লালমনিরহাটের ডাকঘর পরিদর্শক,লালমনিরহাট। হাতীবান্ধা উপজেলার সকল ডাকঘরের কর্মচারীরা।
হাজারো মা ও শিশুর উপস্থিতিতে নগদ অর্থ প্রদান করা হয়। শিশু ভাতা তুলতে এসেছে  শিশুর মা-বাবা। কোন কোন শিশুর ভাই- বোনও এসেছে।
একজন মহিলাকে জিজ্ঞেস করে জানা যায়,  তিনি  তার বাচ্চার টাকা তুলতে এসেছেন। তিনি এর আগে দশ হাজার টাকা ভাতা পেয়েছিলেন। কিন্তু এবার তাকে পাচঁ হাজার টাকা ভাতা দেওয়া হয়।
কোন কোন শিশুর মা বলেছে,  আগের থেকে এবার  তিনি বেশি টাকা পেয়েছেন।
ভাতা নিতে হাজারো লোকের সমাগম হলেও কোন প্রকার কষ্ট করতে হয় নি তাদের।
যাতে কোন প্রকার কষ্ট করতে না হয়, সেজন্য  কর্তৃপক্ষ ব্যাপক ভাবে পদক্ষেপ নিয়েছে।
অনেকেই বলছেন,  আগের থেকে এবার টাকা দেওয়ার পদ্ধতিটি ভালো ছিল।