নিজস্ব প্রতিবেদকঃ অস্ট্রেলিয়ার মেলবোর্নের রিচমন্ড শহরে অ্যাপওর্থ নামক একটি হাসপাতালে নিরাপত্তাকর্মী পদে একটি বিড়ালকে চাকুরী দেয়া হয়েছে। কর্তৃপক্ষ দাবী করছে হাসপাতালের প্রতিটি আঙিনায় বেড়ালটি এত ঘুরেছে
এবং দেখেছে যে হাসপাতালের সব খুঁটিনাটি তার জানা হয়ে গিয়েছে। তাই, বেড়ালটিকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
এতে বেশ খুশি সেদেশের প্রাণীপ্রেমীরা। তারা অনেকে কথা দিয়েছেন যে অসুস্থ হলে তারা এই অ্যাপওর্থ হাসপাতালে এসেই চিকিৎসা করাবেন । সাধারণত বর্তমানে নিরাপত্তার বিষয়ে কুকুরকে সবচেয়ে বেশি নেয়া হয়। কিন্তু, বেড়ালকে নেয়ার কথা কখনো শোনা যায় নি ।